The Lord of the Rings: ভারত সফর কেমন ছিল ? এবিপি লাইভের সঙ্গে ভাগ করলেন টাইরো মুহাফিদিন | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: 'দ্য লর্ড অফ রিংস: দ্য রিংস অফ পাওয়ার' একটি আমেরিকান ফ্যান্টাসি ওয়েব সিরিজ যা প্রিমিয়ার হয়েছিল অ্যামাজন প্রাইমে ।  এবিপি লাইভের সঙ্গে আড্ডায় ইসমায়েল ক্রুজ করডোভা, টাইরো মুহাফিডিনের কথায় উঠে এল তাদের ইচ্ছার কথা, যদি তাদের রিংস অফ পাওয়ার থাকত তখন তারা কী করত । আড্ডায় তারকারা ভাগ করলেন কী করে তারা নিজেদের এই চরিত্রের জন্য তৈরি করেছেন  এবং ফ্যাশন নিয়ে তাদের ভাবনা । অভিনেতা টাইরো ভাগ করলেন তার ভারত সফরের কথা । 

আরও খবর...

''দ্য রিংস অফ পাওয়ার" হল একটি আমেরিকান ফ্যান্টাসি টেলিভিশন সিরিজ যা জেডি পেন এবং প্যাট্রিক ম্যাককে স্ট্রিমিং অ্যামাজন প্রাইম ভিডিওর জন্য লিখেছেন৷ আমাদের সঙ্গে এই  সাক্ষাৎকারে,অভিনেতা, অভিনেত্রীদের অভিজ্ঞতা এবং তাঁদের ভূমিকা নিয়ে আলোচনা করেছেন৷ মারকেলা কাভেনাঘ তাঁর প্রথম আংটি পাওয়ার মুহূর্ত ভাগ করলেন এবিপি লাইভের সঙ্গে, এবং কাস্ট বলিউড সেলিব্রিটিদের সম্পর্কেও কথা বলেন। আরও জানতে, পুরো সাক্ষাৎকারটি দেখুন..

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram