সমস্যা মিটে গেছে, আগামীকাল থেকে টেলিভিশনের শ্যুটিং শুরু হবে, জানালেন অরূপ বিশ্বাস
অবশেষে কাটল জট, কাল থেকেই টালিগঞ্জে শ্যুটিং। মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে জোড়া বৈঠকে মিলল সমাধান। প্রযোজক ও আর্টিস্টস ফোরামের সঙ্গে বৈঠক মন্ত্রীর। বৈঠকের পর শ্যুটিং নিয়ে চুক্তি স্বাক্ষর। মন্ত্রী বলেন, ‘আমাদের বৃহৎ, যৌথ পরিবার। কোথাও, কোথাও আমাদের মধ্যে সমস্যা ছিল। সেই সমস্যা মিটে গেছে। ছবির শ্যুটিং চলছে। আগামীকাল থেকে টেলিভিশনের শ্যুটিংও শুরু হবে।’
Tags :
Coronavirus In India. Tollygunge Shooting In Tollygunge Artist Forum Arup Biswas Abp Ananda Coronavirus