Saayoni Ghosh: গড়িয়াহাটের মোড়ে দাবার চাল দিচ্ছেন সায়নী ঘোষ। ABP Ananda Live

Continues below advertisement

গড়িয়াহাটের মোড়ে দাবার চাল দিচ্ছেন সায়নী ঘোষ। অনেকে ভাবতে পারেন, যাদবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী দক্ষিণ কলকাতা কেন্দ্রে কেন এলেন? দাবার চাল দিতে দিতেই সায়নী জানালেন নিজের নির্বাচনী প্রচার সেরে গ্র্যান্ডমাস্টার সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের জীবনের কাহিনি অবলম্বনে তৈরি ছবি দাবাড়ু-র প্রমোশনও সেরে ফেলছেন তিনি। ১০ মে মুক্তি পেতে চলেছে ঋতুপর্ণা সেনগুপ্ত, চিরঞ্জিত চক্রবর্তী, দীপঙ্কর দে, সমদর্শী সরকার, অর্ঘ্য বসুরায় অভিনীত ছবি দাবাড়ু। দাবার বোর্ডের সামনে বসে কী বলছেন সায়নী সেটা তো শুনবই, সঙ্গে দেখে নেব দাবাড়ুর টিজারটিও।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram