Aindrila Sharma Health Update: এখনও সঙ্কটজনক ঐন্দ্রিলা শর্মা, ১০০ শতাংশ ভেন্টিলেশন সাপোর্টে
এখনও অতি সঙ্কটজনক অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। গ্লাসগো কোমা স্কেলে ৫-এর নীচে মাত্রা, খবর হাসপাতাল সূত্রে। ৫-এর নীচে থাকা মানেই অতি সঙ্কটজনক, বলছেন চিকিৎসকরা। প্রায় ২ সপ্তাহ হাসপাতালে ভর্তি অভিনেত্রী। তাঁর রক্তচাপ সহ অন্যান্য মাপকাঠি স্বাভাবিক, হাসপাতাল সূত্রে খবর। শরীরে সংক্রমণের মাত্রা কমানোর জন্য অ্যান্টিবায়োটিক কোর্স চলছে। ১০০ শতাংশ ইনভেসিভ ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন ঐন্দ্রিলা, খবর সূত্রের।
Tags :
Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Bengali News #AindrilaSharma #Tollywood #Actress #AintrildaSharmaHealthUpdates ABP Ananda