Rachana Banerjee:'আমরা যা দাবি করি সেটা সব সময় শোনা হয়', দাবি রচনা বন্দ্যোপাধ্যায়ের |ABP Ananda Live
ABP Ananda Live: 'আমাদের দাবি মানতে বাধ্য হয় ,আমরা যা দাবি করি সেটা সব সময় শোনা হয়', দাবি রচনা বন্দ্যোপাধ্যায়ের। টেকনিসিয়ান-পরিচালক দ্বন্দ্বে টালিগঞ্জের স্টুডিওপাড়ায় অচলাবস্থা। বন্ধ সিনেমা, সিরিয়াল, ওটিটি'র শ্যুটিং। প্রসেনজিতের বাড়িতে বৈঠক পরিচালকদের। 'সংঘাতের জায়গা নয় স্টুডিওপাড়া', কলাকুশলীরা নমনীয় হোন, বার্তা পরিচালকদের। স্টুডিওপাড়ায় অচলাবস্থায় পরিচালকদের পাশে প্রযোজকরাও। 'আমরা চাপিয়ে দেওয়া অনৈতিক নিয়মের ঘেরাটোপে আটকে যাচ্ছি। সব বিষয়েই আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়', এটা আমাদের ইন্ডাস্ট্রির স্বাধীনতা রক্ষার লড়াই, বার্তা প্রযোজকদের সংগঠনের ।
আরও খবর : কাল রাত ৯ থেকে আজ বেলা ১২ পর্যন্ত শ্যুটিং হয়েছে, কলাকুশলীরা কাজ বন্ধ করেননি'। 'কলাকুশলীরা কাজ বন্ধ করেনি'। 'আমরা শ্যুটিং করতে চাই'। 'ঠোকাঠুকি লাগলেও আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করতে চাই'। 'কেউ কাজ না করলে শুধু পরিচালক একা কাজ করতে পারবে ?' 'পরিচালকদের এত অহঙ্কার কিসের ?' 'সমস্ত পরিচালকদের সঙ্গে একসঙ্গে কাজ করতে চাই'। 'প্রবল ষড়যন্ত্র, আমরা চাই ইন্ডাস্ট্রি এগিয়ে যাক'। 'যারা সমস্যার সৃষ্টি করেছেন, তাদের সঙ্গে আলোচনা করব'। 'আলোচনায় সমস্যার সমাধান সম্ভব'। 'ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করছেন কয়েকজন'।