Tollywood News: 'শ্যুটিং বন্ধ অনভিপ্রেত ঘটনা', দাবি স্বরূপ বিশ্বাসের | ABP Ananda Live

Continues below advertisement

ABP Ananda Live: 'শ্যুটিং বন্ধ অনভিপ্রেত ঘটনা। কিছু মুষ্টিমেয় পরিচালকদের কর্মবিরতি অনভিপ্রেত। কী কারণে অচলাবস্থা জানে না ফেডারেশন। রেজিস্টার্ড সিনেমার জন্য মৌ চুক্তি আছে, কিছু শর্ত আছে। কিছু মুষ্টিমেয় পরিচালক ইন্ডাস্ট্রি স্তব্ধ করে দিয়েছেন। ইন্ডাস্ট্রিকে বন্ধ করে মুখ্যমন্ত্রীর অবমাননা করেছেন পরিচালকদের একাংশ। অনেক সমস্যা হলেও ইন্ডাস্ট্রি বন্ধ হয়নি। পূর্ব পরিকল্পিতভাবে ইন্ডাস্ট্রিকে স্তব্ধ করে দেওয়া হয়েছে। কাল রাত ৯ থেকে আজ বেলা ১২ পর্যন্ত শ্যুটিং হয়েছে, কলাকুশলীরা কাজ বন্ধ করেননি। আমরা শ্যুটিং করতে চাই', সাংবাদিক বৈঠকে বললেন স্বরূপ বিশ্বাস। টেকনিসিয়ান-পরিচালক দ্বন্দ্বে টালিগঞ্জের স্টুডিওপাড়ায় অচলাবস্থা। বন্ধ সিনেমা, সিরিয়াল, ওটিটি'র শ্যুটিং। প্রসেনজিতের বাড়িতে বৈঠক পরিচালকদের। 'সংঘাতের জায়গা নয় স্টুডিওপাড়া', কলাকুশলীরা নমনীয় হোন, বার্তা পরিচালকদের। স্টুডিওপাড়ায় অচলাবস্থায় পরিচালকদের পাশে প্রযোজকরাও। 'আমরা চাপিয়ে দেওয়া অনৈতিক নিয়মের ঘেরাটোপে আটকে যাচ্ছি। সব বিষয়েই আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়', এটা আমাদের ইন্ডাস্ট্রির স্বাধীনতা রক্ষার লড়াই, বার্তা প্রযোজকদের সংগঠনের

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram