Tollywood News : ফেডারেশনের আইন বহির্ভুত কার্যকলাপের দোষারোপ করা হচ্ছে : সুদেষ্ণা রায়

Continues below advertisement

ABP Ananda LIVE : 'গত জুলাই মাসে এক সদস্যকে নিয়ে সমস্যা হয়।  ফেডারেশনের নেতৃবর্গের ডাকে কলাকুশলীরা অচলাবস্থার ডাক দেয়। সেই নিয়ে একটা সংগঠন তৈরি করা হয়। এখন ফেডারেশনের আইন বহির্ভুত কার্যকলাপের দোষারোপ করা হচ্ছে আমাদের উপর। এর বিরুদ্ধেই আমাদের লড়াই। সুস্থভাবে সুস্থ পরিবেশে একসঙ্গে কাজ করতে চাই', ফেডারেশনের সমস্যা প্রসঙ্গে বললেন সুদেষ্ণা রায়। 

ফেডারেশনের বিরুদ্ধে কাজে বাধা দেওয়ার অভিযোগ পরিচালক-অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের। আজ সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন, 'বাইরের কাউকে দিয়ে কাজ করাতে বাধা দিচ্ছে ফেডারেশন। ফেডারেশনের অন্তর্ভুক্ত না হলে কাজ করতে দেওয়া হয় না। ইন্ডাস্ট্রির কোনও নিয়ম তৈরির আইনি অধিকার নেই ট্রেড ইউনিয়নের। ছোট ইউনিট নিয়ে কাজ করতে দেওয়া হয় না। প্রয়োজন ছাড়াই প্রচুর লোক নিয়ে কাজ করতে বাধ্য করা হয়। প্রত্যেক ফরম্যাটের জন্য টেকনিশিয়ানদের সংখ্যা নির্দিষ্ট করে দিয়েছে ফেডারেশন। প্রয়োজন না থাকলেও জোর করে টেকনিশিয়ানদের কাজে নিতে হচ্ছে, ফেডারেশনের বিরুদ্ধে অভিযোগ ডিরেক্টর্স অ্যাসোসিয়েশনের। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram