Tota Roy Chowdhury Exclusive: সমস্ত সমালোচনাকে মাথায় রেখেই 'দার্জিলিং জমজমাট'-এর ফেলুদাকে ফিরিয়ে এনেছি, বলছেন টোটা

কালো শার্ট আর ছাই রঙা প্যান্ট। অক্লান্ত মুখে একের পর এক সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছেন তিনি। মাঝখানে কেবল একবার গলা ভেজানোর জন্য কফি চেয়ে নিলেন। পছন্দের থুড়ি স্বপ্নের চরিত্র নিয়ে বার বার কথা বলছেন বলেই বোধহয় এতটুকু ক্লান্তি নেই তাঁর মুখে। পাঁচতারা হোটেলের হল প্রায় ফাঁকা হয়ে গিয়েছে তখন। দু-এক পা হেঁটে নিয়ে এবিপি লাইভের ক্যামেরার সমানে বসে পড়লেন তিনি। একান্ত সাক্ষাৎকারে একই রকম ঝলমলে, ঝকঝকে। কিন্তু আড্ডায় শুধু ফেলুদা নয়, ধরা পড়লেন ব্যক্তি টোটা রায়চৌধুরী (Tota Roy Chowdhury)।   

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola