New Bengali Serial: ‘মনের কথা’ নিয়ে অকপট মানালি, ছোটপর্দায় ফিরে কী বলছেন স্নেহা?
মনের কথা বলা কি খুব কঠিন? নাকি মনের মতো মানুষ পেলে বলে ফেলা যায় সবকিছু? কিন্তু সেই মনের মানুষটি যে পরিবারেই হবে, এমন তো নাও হতে পারে! হয়তো সে কোনও বন্ধু, যে মনের হদিশ বোঝে, বাড়ির লোকের চেয়ে অনেকটা বেশি। এমনই এক গল্পকে ছোটপর্দায় নিয়ে আসছে ধারাবাহিক 'কার কাছে কই মনের কথা'। ধারাবাহিকের মুখ্যচরিত্রে দেখা যাবে মানালি দে-কে। অন্যদিকে, মা হওয়ার পরে প্রথমবার কাজে ফিরেছিলেন 'লালকুঠি'-র হাত ধরে। তারপরেও একটু বিরতি নিয়েছিলেন তিনি ছোটপর্দা থেকে। শেষমেষ, 'কার কাছে কই মনের কথা'-র হাত ধরে ফের ছোটপর্দায় অভিনেত্রী স্নেহা চট্টোপাধ্যায়।
Tags :
Manali Dey Serial ABP Ananda Entertainment Entertainment News ABP Live ABP Ananda Entertainment Tollywood Sneha Chatterjee Daily Serial Sneha