
Chhava: 'ছাবা' নিয়ে একান্ত আড্ডায় ভিকি-রশ্মিকা, কী জানালেন অভিনেতা-অভিনেত্রী? ABP Ananda Live
ABP Anamnda Live: 'ছাবা' নিয়ে একান্ত আড্ডায় ভিকি-রশ্মিকা, কী জানালেন অভিনেতা-অভিনেত্রী? ছত্রপতি শিবাজীর ছেলের বায়োপিকের জন্য কীভাবে প্রস্তুতি নিয়েছিলেন ভিকি কৌশল? অভিনেতা বললেন, 'এই ধরণের কোন বায়োপিকে অভিনয় করার ক্ষেত্রে অনেক বেশি দায়িত্ব থাকে। কারণ বহু মানুষের আস্থা-বিশ্বাস ছত্রপতি শিবাজী মহারাজের সঙ্গে জড়িয়ে আছে।' অন্যদিকে অভিনেত্রী রশ্মিকা মান্দানা জানান, তাকে বিশেষ প্রস্তুতি নিতে হয়েছে তার ভাষাগত সমস্যার জন্য। আগামী ১৪ই ফ্রেব্রুয়ারি অর্থ্যাৎ প্রেমদিবসে মুক্তি পাবে 'ছাবা'। তার আগে এবিপি লাইভের মুখোমুখি হয়ে আর কী জানালেন ভিকি-রশ্মিকা? 'ছাবা' নিয়ে ইতিমধ্যে দর্শকদের আগ্রহ তুঙ্গে। অ্যাডভান্স বুকিং শুরু হওয়ার দুদিনের মধ্যে প্রায় ২ লক্ষ টিকিট বিক্রি হয়েছে ছবিটির। ছত্রপতি শম্ভাজির চরিত্রে অভিনয় করার জন্য ভিকি শিখেছিলেন ঘোড়া চালানো। ট্রেলার মুক্তির পর এই ছবিটি নিয়ে প্রবল উন্মাদনা দেখা গেছে।