করোনার বিরুদ্ধে লড়াইয়ে অর্থ সংগ্রহের জন্য ভার্চুয়াল কনসার্টে অংশ নিলেন অমিতাভ, শাহরুখ, হৃতিক, আলিয়া, মাধুরীরা
করোনার বিরুদ্ধে লড়াইয়ে অর্থ সংগ্রহের জন্য ভার্চুয়াল কনসার্টে অংশ নিলেন তারকারা। অমিতাভ বচ্চন, শাহরুখ খান, হৃতিক রোশন থেকে আলিয়া ভাট, মাধুরী দীক্ষিত প্রমুখ। অংশ নেন দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গীত শিল্পী এবং উইল স্মিথ, জ্যাক ব্ল্যাকের মতো হলিউড তারকারাও।
Tags :
Holywood Actors Virtual Concert Coronavirus LIVE SHAH RUKH KHAN Madhuri Dixit Alia Bhatt Hrithik Roshan Abp Ananda Covid-19