Hoy Ma Noy Bouma: কোন এক্সারসাইজের পর কোনটা করতে হবে? জিম করার উপযোগিতা কী? বিশদে বোঝালেন অভিনেত্রী ডোনাল বিষ্ট | ABP Ananda LIVE
কোন এক্সারসাইজের পর কোনটা করতে হবে? জিম করার উপযোগিতা কী? সব কিছু বিশদে বোঝালেন অভিনেত্রী ডোনাল বিষ্ট। অভিনয়ের মতোই এক্সারসাইজটাও ডোনালের প্যাশন। তবে কবে থেকে তিনি জিম-রুটিনের প্রেমে পড়লেন বলুন তো? জিমে ডোনালের ফিটনেস টিপস নিতে নিতেই জেনে নেওয়া যাক।