X=Prem Exclusive: ঘনিষ্ঠ দৃশ্যে প্রথমবার অভিনয়, কলেজ জীবনের নস্ট্যালজিয়া, অকপট অনিন্দ্য, অর্জুন, শ্রুতি

Continues below advertisement

সামনেই মুক্তি পাচ্ছে সৃজিত মুখোপাধ্যায়ের নতুন বাংলা ছবি 'X=প্রেম' (X=Prem)। খিলাৎ বন্দ্যোপাধ্যায়, জয়ী চৌধুরী, অর্ণব দত্ত ও অদিতি দত্তের জীবনের ওঠাপড়ার গল্পই বলবে সৃজিতের নতুন ছবি। মুখ্য দুটি ভূমিকায় অভিনয় করছেন অনিন্দ্য সেনগুপ্ত ও শ্রুতি দাস। এছাড়াও এই ছবিতে রয়েছেন মধুরিমা বসাক ও অর্জুন চক্রবর্তী। ছবির সুরের দায়িত্বেরও সিংহভাগ অংশে রয়েছে নতুনরা। ছবি মুক্তির আগে এবিপি লাইভের সঙ্গে ছবি ও নিজেদের কলেজজীবনের প্রেম নিয়ে অকপট আড্ডায় অনিন্দ্য, অর্জুন, শ্রুতি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram