Khaibar Pass: ছেলের বিবাহবার্ষিকী উদযাপন না করেই বন্ধুদের সঙ্গে ‘খাইবার পাস’-এ হাজির মা! রসনাতৃপ্তির সঙ্গী গল্প-আড্ডা | ABP Ananda LIVE

Continues below advertisement

বাঙালির কাছে শীতকাল মানে যেমন দুপুর রোদে ক্রিকেট অথবা প্রিয় বই, একটুকরো ছুটি পেলেই বেরিয়ে পড়া, নলেন গুড়ের গন্ধ আর পছন্দের ভোজনবিলাস। বাঙালির সেই ভালবাসার কথা মাথায় রেখেই, প্রত্যেক বছরের মতোই 'এবিপি আনন্দ খাইবার পাস ২০২৪' (ABP Ananda Khaibaar Pass 2024) নিয়ে এসেছে বিভিন্ন খাবারের সম্ভার। পায়ে পায়ে, 'খাইবার পাস' পা দিল ১০ বছরে। এবার বাগবাজার দুর্গোৎসব পুজোপ্রাঙ্গণে বসেছে রসনাতৃপ্তির এই আসর। চলবে রবিবার অর্থাৎ ২৮ জানুয়ারি পর্যন্ত। সময়, দুপুর ১টা থেকে রাত সাড়ে ৯টা। অনেকে এসেছেন বন্ধুদের সঙ্গে, কেউ বা পরিবারের সঙ্গে... রসনাতৃপ্তিতে বাঙালি খাবারের দল বেশ ভারি। এগিয়ে কোন পদ, পিছিয়েই বা কে?  খোঁজ নিল এবিপি লাইভ। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram