Dhanteras 2021 : এই বছর ধনতেরাস তিথি কখন ? কেন পালন ? | Bangla News
সামনেই দীপাবলি। l তার আগেই ধনতেরাস। কার্তিক মাসের ত্রয়োদশী। এই তিথিতে ধনতেরস উৎসব। ধনদেবীর আরাধনার এক বিশেষ দিন। দীর্ঘদিন ধরে উত্তর ভারতেই এর চল থাকলেও এখন বাংলাতেও বেশ জনপ্রিয় ধনতেরস। সোনা-রুপোর গয়না কিনতে ওই দিন ভিড় জমান মানুষ। তবে নিজের সাধ্যমতন যে কোনও ধাতব সামগ্রী কেনাই এই দিনের রীতি। ' বিশ্বাস, কালী করেন অশুভ শক্তির বিনাশ আর লক্ষ্মী ঘটান শ্রীবৃদ্ধি। তাই দীপাবলির দু'দিন আগে শুরু হয়ে যায় ধনতেরস। শুরু হয় কেনাকাটা। ধনতেরসে ঘরে আসুক সম্পদ। ধনসম্পত্তির কামনায় ধনদেবীকে তুষ্ট করাই প্রথা৷ যাতে সারা বছরের জন্য নিশ্চিত হয় সম্পদ-বৃদ্ধির সম্ভাবনা।
ধনাত্রয়োদশী বা ধনবত্রী ত্রয়োদশী। ধন শব্দের মানে সম্পত্তি। এই তিথির সঙ্গে জড়িয়ে নানারকম পৌরাণিক ব্যাখ্যা। কেউ কেউ বলেন, সমুদ্রের ক্ষীরসাগর থেকে উঠে এসেছিলেন মহালক্ষ্মী। অমাবস্যার অন্ধকার থাকায় লক্ষ্মীকে বরণ করে স্বর্গে ফিরিয়ে নেওয়ার অনুষ্ঠানে আলোকমালায় সজ্জিত করা হয় স্বর্গকে। কালী করেন অশুভ শক্তির বিনাশ আর লক্ষ্মী ঘটান শ্রীবৃদ্ধি। মানুষের বিশ্বাস, ধনতেরাসের দিন দেবী লক্ষ্মী তাঁর ভক্তদের গৃহে যান ও ইচ্ছাপূরণ করেন। সম্পদের দেবতা কুবেরও এ দিন পূজিত হন।
এই বছর ধনতেরাস তিথি কখন পড়েছে জানুন : (Dhanteras 2021 - Date and Muhurat (Dhanteras 2021 Puja Time Muhurat)
ধনতেরাসের তিথি (Dhanteras Date ) : ২ নভেম্বর