National Doctors Day : ডাক্তাররা না ভগবান, না শয়তান, স্রেফ ইনসান: ডা. রিমিতা দে

Continues below advertisement

National Doctors' Day 2021  ক্রিটিক্যাল কেয়ারের ক্যাপ্টেনসি যেমন সামলান তিনি, তেমনই তিনি দুই সন্তানের গাইডিং স্টার।  করোনাকালে দিনেরাতে প্রায় থেমে যাওয়া রোগীর জীবন ফিরিয়ে দিয়েছেন। রোগী যখন তাঁর হাতে আসে তখন সমস্যাটা বড়ই জটিল ! তাই রাত-দিন একাকার হয়ে যায়, থাকে না মাপা ডিউটি আওয়ার্স, তবু লড়াই থামে না। রোগীর দিকে বাড়িয়ে দেন ভরসার হাত। 
 ন্যাশানাল ডক্টরস' ডে - তে এবিপি লাইভ বাংলার মুখোমুখি রুবি জেনারেল হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার বিভাগের প্রধান ডা. রিমিতা দে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram