ABP Ananda Swasthya Samman 2022: : পূর্বভারতে সবথেকে কম খরচে লিভার ট্রান্সপ্লান্ট করে সম্মানিত লিভার ফাউন্ডেশন
Continues below advertisement
স্বাস্থ্যপ্রতিষ্ঠান এবং চিকিৎসক, স্বাস্থ্যে আস্থা দেন যাঁরা তাঁদের সম্মান জানাল এবিপি আনন্দ। বাংলার স্বাস্থ্য ক্ষেত্রের গরিমাকে কুর্নিশ। বাংলার বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান এবং চিকিৎসকদের হাতে ‘স্বাস্থ্য সম্মান’ তুলে দিয়ে সম্মানিত হল এবিপি আনন্দ।
এবিপি আনন্দ স্বাস্থ্য সম্মানে সম্মানিত লিভার ফাউন্ডেশন ( Liver Foundation Sonarpur ) । লিভারের অসুখ সামলাতে কী কী করতে হবে, জানাচ্ছেন, ডা. পার্থ সারথি মুখোপাধ্যায়,সেক্রেটারি , লিভার ফাউন্ডেশন
Continues below advertisement
Tags :
Health Swasthya Samman 2022 Swasthya Samman ABP Ananda Swasthya Samman 2022 ABP Ananda Swasthya Samman