রাস্তায় নেই যানবাহন, লকডাউনে এক ধাক্কায় কমল দূষণ
লকডাউনে জব্দ দূষণ-দানব! রাস্তায় লোক কম, নেই যানবাহন। সুযোগ পেয়ে নিজেকে শুদ্ধ করে নিয়েছে প্রকতি।কলকাতার বাতাসে দূষণের বিষ কমেছে অনেকটাই। মানুষ যখন ঘরবন্দি, তখন মুক্তির স্বাদ নিতে বেরিয়ে পড়েছে পশুপাখিরা। যেন বলতে চায়, দাও ফিরে সে অরণ্য, লও এ নগর।
Tags :
India Fights Coronavius India Fights Corona Coronavirus Update India Corona Pandemic Corona Epidemic Corona Outbreak Air Pollution Abp Ananda