
COVID-19 In children : করোনা পজিটিভ শিশুকে কোন ওষুধ? কোন কাজ ভুলেও করবেন না
Continues below advertisement
প্রথম ও দ্বিতীয় ঢেউতেই বিপর্যস্ত মানুষ। এরপর চিকিৎসকদের মতে , এসেছে তৃতীয় ঢেউ (Corona Third Wave)। আশঙ্কা কিছুটা ছিলই। তৃতীয় ঢেউতে বেশি করে আক্রান্ত হতে পারে শিশুরা। কিন্তু তৃতীয় ঢেউতে দেশে সামগ্রিক সংক্রমণের হারই বেশি। তারই মধ্যে আক্রান্ত শিশুর সংখ্যাও কিছু কম নয়। তাই নিয়েই চিন্তার ভাঁজ সকলের কপালে। তবে এরই মধ্যে আশার কতা শোনালেন চিকিৎসকরা। বিস্তারিত আলোচনায় শিশুরোগ বিশেষজ্ঞ প্রভাসপ্রসূন গিরি। তৃতীয় ঢেউতে আগের থেকে অনেক বেশ আক্রান্ত হচ্ছে শিশুরা। গত ৫-৭ দিনে উপসর্গযুক্ত বা উপসর্গহীন বহু শিশুরই করোনা রিপোর্ট পজিটিভ এসেছে , বললেন দুই চিকিৎসকই। তবে আশার কথা এটাই এই অসুস্থতা বেশিরভাগ ক্ষেত্রেই ভয়াবহ জায়গায় যাচ্ছে না।
Continues below advertisement
Tags :
Coronavirus Covid-19 COVID-19 In Children COVID-19 Corona Third Wave Omicron COVID-19 In Children