Covid Updates: 'কোভিড নষ্ট করে দেয় ফুসফুসের আস্তরণ', বলছে রাজ্যের প্রথম প্যাথলজিক্যাল অটোপসি রিপোর্ট

Continues below advertisement

রাজ্যে কোভিডে মৃত ব্যক্তির প্রথম প্যাথলজিক্যাল অটোপসি রিপোর্ট সম্পূর্ণ হল। স্বাস্থ্য ভবনে রিপোর্ট জমা দিল আরজি কর হাসপাতালের ফরেন্সিক বিভাগ। রিপোর্টে জানানো হয়েছে, 'কোভিড সংক্রমণে ফুসফুস-সহ কিডনি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ফুসফুসের আস্তরণ প্রায় নষ্ট হয়ে যায়। সেই জন্যেই রোগীর শ্বাসকষ্ট বাড়তে থাকে। কিডনিতেও ব্যাপক ক্ষতি করেছে করোনা ভাইরাস।' রাজ্যে প্রথম প্যাথোলজিক্যাল অটোপসি করা হয় কোভিডে মৃত ব্রজ রায়ের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram