Diwali Crackers Ban : বাজির ধোঁয়া শিশুদের জন্য ঠিক কতটা ক্ষতিকর? কোভিডকালে বিপদ কী কারণে বেশি?

Continues below advertisement

নিষেধাজ্ঞা তো আছেই। কিন্তু তারপরই নিয়ম না মানার চিত্র দেখতে অভ্যস্ত চোখ। কিন্তু এবার দীপাবলিতে বাচ্চার হাতে ফুলঝুরি কিংবা রং মশাল ধরানোর আগে একবার ভাবুন ! থামুন! নিজেকে আটকান ! সন্তানকে বাঁচান। বলছেন চিকিৎসকরা। শিশুরোগ বিশেষজ্ঞ অগ্নিমিতা গিরি সরকার বারবার সাবধান করলেন, করোনা সঙ্কট এমনিতেই চরমে। এর উপর বাজির বিষবাষ্প দোসর হলে, বায়ু দূষণের জেরে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, আশঙ্কা চিকিৎসকের। চিকিৎসক সরকার জানালেন, ঋতু পরিবর্তনের সময় এমনিতেই শিশুদের নানারকম সমস্যা দেখা যায়। তারমধ্যে বাজির ধোঁয়া দোসর হলে ঘটতে মাত্রা বাড়তে অসুস্থতার। যেমন শিশুদের

- ব্রঙ্কিয়াল অ্যাজ়মা ( bronchial asthma ) 
-  অ্যালার্জিক ব্রঙ্কাইটিস (allergic bronchitis)
-  ব্রঙ্কিওলাইটিস (bronchiolitis) দেখা যেতে পারে। 
-  ভাইরাসের আক্রমণে শ্বাসপ্রশ্বাসে বড় সমস্যা দেখা যেতে পারে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram