কেন এতটা জরুরি এই লকডাউন? কীভাবে সুফল মিলবে এতে? রেখাচিত্র এঁকে বোঝালেন চিকিৎসক
Continues below advertisement
করোনাভাইরাস একের অন্যের শরীরে ছড়িয়ে যায়। একজন আক্রান্ত ব্যক্তি আরও তিনজনকে আক্রান্ত করতে পারেন। তাঁদের প্রত্যেকের থেকে আরও তিনজনের শরীরে সংক্রমণ ছড়াতে পারে। লকডাউন পিরিয়ডে এটা আটকানো যায়। কিন্তু লকডাউন শেষ হলে আক্রান্তের সংখ্যা ফের বাড়তে পারে। সেক্ষেত্রে প্রয়োজন হতে পারে আরও ২৮ দিন লকডাউনের।
Continues below advertisement
Tags :
Dr. Sibabrata Banerjee Cronavirus China Corona In Kolkata Corona In West Bengal Coronavirus Lockdown Coronavirus Latest News Coronavirus In India Coronavirus LIVE Coronavirus India West Bengal Lockdown India Lockdown Lockdown In Bengal Abp Ananda Doctor Lockdown Covid-19