Holi 2022: হোলি খেলতে গিয়ে চোখে রং ঢুকেছে ? কী করবেন | ABP Live Exclusive

Continues below advertisement

হোলি এক্কেবারে দোরগোড়ায়। রঙের উৎসব মানেই সবার রঙে রং মেশানো। বহুদিন পর মেলামেশায় কিছুটা বেহিসেবি হওয়া।  সামনের শুক্রবার ১৮ মার্চ দোল উৎসব বা হোলি । তার আগে রয়েছে হোলিকা দহন । সব মিলিয়ে হোলির আনন্দ চরমে। এরই মধ্যে মনে রাখতে হবে নিজেদের সুরক্ষার বিষয়টিও। 

হোলি মানেই লম্বা পিচকারি দিয়ে দেদার রং ছোড়া, কখনও আবার জল বেলুন হাতে তুলে নেওয়া। তবে মনে রাখতে হবে, এখন কিন্তু দোলের রঙের সঙ্গে মেশানো থাকে নানারকম ক্ষতিকর রাসায়নিক। তা ফলে চোখ ও ত্বক উভয়েরই ক্ষতি হতে পারে। কিন্তু এত হুল্লোড়ের মধ্যে কীভাবে সাবধানে হোলি খেলা সম্ভব ? কিছু টিপস শেয়ার করলেন চক্ষুরোগ বিশেষজ্ঞ মৃন্ময় দাস । এবিপি লাইভের সঙ্গে সাক্ষাৎকারে দিশা আই হাসপাতালের Senior Consultant, Cataract & Cornea Services। 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram