Malaria Vaccine: বিশ্বে প্রথম শিশুদের জন্য ম্যালেরিয়া টিকায় ছাড়পত্র বিশ্ব স্বাস্থ্য সংস্থার | Bangla News

Continues below advertisement

বিশ্বে প্রথম শিশুদের জন্য ম্যালেরিয়া টিকায় ছাড়পত্র দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ম্যালেরিয়ার প্রতিষেধক হিসেবে যে ভ্যাকসিনে অনুমোদন মিলেছে, তার নাম আরটিএস, এস/এএস জিরো ওয়ান। ম্যালেরিয়ার টিকা আবিষ্কারকে ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। WHO-র তরফে জানানো হয়েছে, মূলত আফ্রিকা মহাদেশে শিশুদের মধ্যে মহামারীর চেহারা নিয়েছে ম্যালেরিয়া। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমীক্ষা রিপোর্ট অনুযায়ী, আফ্রিকায় প্রতিবছর পাঁচ বছরের নিচে আড়াই লক্ষেরও বেশি শিশুর ম্যালেরিয়ায় মৃত্যু হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে, পাঁচ মাস বয়স থেকে ম্যালেরিয়া টিকার প্রয়োগ শুরু করা যাবে। নিতে হবে চারটি ডোজ। ২০১৯ থেকে ঘানা, কেনিয়া এবং মালাউইয়ের মতো দেশে ম্যালেরিয়া ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছিল। বছরদুয়েক পর মিলল বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram