Monkey Pox: দেশে উদ্বেগ বাড়াচ্ছে মাঙ্কি পক্স, কী এই রোগের প্রাথমিক লক্ষণ? Bangla News

বিশ্বজুড়ে কোভিড আতঙ্কের মধ্যেই, এবার উদ্বেগ বাড়াচ্ছে মাঙ্কি পক্স। ইওরোপ ও আমেরিকার বেশ কিছু দেশে ইতিমধ্যেই হদিশ মিলেছে এই ভাইরাল ডিজিজের। ইংল্যান্ড, স্পেন, পর্তুগালে মিলেছে এই রোগের চিহ্ন। 

ভারতে এখনও পর্যন্ত এই রোগে আক্রান্ত হওয়ার খবর না মিললেও, সতর্ক কেন্দ্র। ইতিমধ্যেই এয়ার পোর্ট ও বন্দর এলাকায় নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু কী এই রোগ? চিকিৎসকরা বলছেন, এটি এক বিশেষ ধরনের বসন্ত রোগ। 

 

এবিপি আনন্দ-র মার্চেনডাইস সম্ভার- ক্লিক করুন

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola