Multisystem Inflammatory Syndrome in Children: কোভিড-পরবর্তী এবার নতুন আতঙ্ক মাল্টিসিস্টেম ইনফ্ল্যামেটরি সিন্ড্রোম ইন চিলড্রেন

Continues below advertisement

করোনায় ছাড়খাড় দেশ। মৃত্যু মিছিলের শেষ কোথায় জানা নেই। দেশ থেকে রাজ্য সংক্রমণ লাগাতার কমায় আশার আলো উজ্জ্বল হয়ে উঠছে। ৫০ দিন পর দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা নেমে এসেছে দেড় লক্ষের কাছাকাছি। এই পরিসংখ্যান নিঃসন্দেহে আশাব্যাঞ্জক হলেও দেশজোড়া মৃত্যুর সংখ্যা এখনও প্রতিদিন তিন হাজারের উপরে। ভয়ঙ্কর রেকর্ড গড়ে ধীরে ধীরে সাড়ে তিন লক্ষের দিকে এগোচ্ছে ভারতে করোনায় মোট মৃত্যুর সংখ্যা। এরই মধ্যে নতুন আতঙ্ক রূপে হাজির হয়েছে ব্ল্যাক ফাঙ্গাস। প্রায় প্রতিদিনই প্রাণ কাড়ছে এই ছত্রাক ঘটিত রোগ। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে যুক্ত হল কোভিড পরবর্তী আর একটি অসুখ। মাল্টিসিস্টেম ইনফ্ল্যামেটরি সিন্ড্রোম ইন চিলড্রেন। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram