Post Covid Child Syndrome: কোভিড পরবর্তীকালে শিশুদের এই উপসর্গগুলি খেয়াল রাখুন, পরিস্থিতি মারাত্মক হতে পারে

Continues below advertisement

কোভিড থেকে সেরে ওঠার পরের সময়টাও খুবই সতর্ক থাকতে হবে। বেশ কিছু শিশুই কোভিড থেকে সুস্থ হয়ে উঠলেও কিছুদিন পরেই আক্রান্ত হয় অন্য অসুখে। সেটা কোনও কোনও সময় মারাত্মক আকার নিতে পারে। Multisystem Inflammatory Syndrome থেকে টাইপ ওয়ান ডায়াবেটিস, নানা কোভিড পরবর্তী সমস্যা দেখা দেয় শিশুদের । এই নিয়ে বিস্তারিত আলোচনায় শিশুরোগ বিশেষজ্ঞ প্রভাসপ্রসূণ গিরি। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram