Contact Lenses Problems :কনট্যাক্ট লেন্স ব্যবহারে কী কী সমস্যা, সমাধানই বা কী

Continues below advertisement

আপনি কি চশমা পরে ক্লান্ত? চোখের সৌন্দর্য দেখাতে চান? তাহলে অবশ্যই পরতে পারেন কনট্যাক্ট লেন্স । শুধু সৌন্দর্যের জন্য নয়, কনট্যাক্ট লেন্স ব্যবহার অনেক ক্ষেত্রেই বেশ উপকারী। কিন্তু এর থেকে বড় সমস্যা দেখা দিতে পারে সামান্য ভুলে। বিস্তারিত জানাচ্ছেন, ডা. সোহম বসাক ( দিশা আই হাসপাতালের কর্নিয়া বিশেষজ্ঞ)। সময়সীমার বেশি কনট্যাক্ট লেন্স বেশি সময় ব্যবহার করলে অনেক ক্ষেত্রে সমস্যা হয়। ঠিক মতো ফিট না করলে, কেস বা সলিউশন পরিষ্কার না থাকলে বা নিয়মিত সলিউশন না বদলালে ইনফেকশন অবধি হতে পারে। চেখ দিয়ে অনবরত জল পড়া, চোখ চুলকানো , পিচুটি পড়ার মতো লক্ষণ দেখলেই লেন্স ব্যবহার বন্ধ করে ডাক্তারের পরামর্শ নিন। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram