Sputnik V: অনিবার্য কারণে শনিবার রাজ্যে আসছে না করোনার টিকা স্পুটনিক ভি

Continues below advertisement

আজ রাজ্যে আসছে না করোনার টিকা স্পুটনিক ভি। অনিবার্য কারণে আজ টিকা পাঠাচ্ছে না ডক্টর রেড্ডি'জ ল্যাবরেটরি। সোম অথবা মঙ্গলবার রাজ্যে আসতে পারে রাশিয়ার টিকা। ফলে কাল কলকাতায় হচ্ছে না স্পুটনিক ভি টিকাকরণ। সোমবারও অ্যাপলো হাসপাতালে হবে না স্পুটনিক ভি টিকাকরণ। জানানো হয়েছে মুকুন্দপুরের বেসরকারি হাসপাতাল সূত্রে। 

 
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram