The Telegraph auto weekend carnival : গাড়ির চোখধাঁধানো নানা মডেল এক ছাদের নীচে

আগামীকাল থেকে সল্টলেক সিটি সেন্টার ওয়ানে শুরু হচ্ছে দ্য টেলিগ্রাফ অটো উইকেন্ড কার্নিভাল। চলবে রবিবার পর্যন্ত। আজ কার্নিভালের উদ্বোধন করেন অভিনেত্রী কনীনিকা চট্টোপাধ্যায়। BMW, Hyundai, Kia, Morris Garage, Nissan, Renault, Toyota, Vox Wagon থেকে vespa-- বিশ্বের তাবড় তাবড় গাড়ি প্রস্তুতকারী সংস্থা তাদের একাধিক মডেলের গাড়ি নিয়ে হাজির হয়েছে কার্নিভালে। 
শুক্রবার উৎসবের সূচনায় উপস্থিত ছিলেন টালিগঞ্জের একাধিক তারকা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola