
Uttarakhand: উত্তরকাশীতে নির্মীয়মাণ সুড়ঙ্গের একাংশে ধস নামার ১০দিন, এখনও আটকে ৪১ নির্মাণশ্রমিক | ABP Ananda LIVE
Continues below advertisement
ABP Ananda LIVE: উত্তরাখণ্ডের উত্তরকাশীতে নির্মীয়মাণ সুড়ঙ্গের একাংশে ধস নামার পরে ১০দিন হতে চলল। এখনও সুড়ঙ্গের মধ্যে আটকে ৪১ নির্মাণশ্রমিক। ইতিমধ্যেই শ্রমিকদের উদ্ধারে এসেছে বিদেশি বিশেষজ্ঞ দল। ভার্টিক্যাল ড্রিলিংয়ের কাজ চলছে। এতদিন ধরে আটকে শ্রমিকেদের শুধু ড্রাই ফ্রুটস আর জল পাঠানো যাচ্ছিল। সোমবার তাঁদের জন্য পাইপের মাধ্যমে প্রথমবার বোতলে ভরে খিচুড়ি, ডালিয়ার মতো খাবার পাঠানো হয়। ১২ নভেম্বর, সিল্কিয়ারা থেকে বারকোটের মধ্যে নির্মীয়মাণ সুড়ঙ্গে বাংলার ৩ শ্রমিক-সহ ৪১ জন আটকে পড়েন। তাঁদের সঙ্গে এবার যোগাযোগ করতে ওয়াকি টকির ব্যবহার করা হচ্ছে।
Continues below advertisement
Tags :
Uttarakhand News Live Uttarakhand Tunnel Collapse 41 Laborers Trapped In Tunnel Uttarkashi Rescue Operation Live Updates