১০ টায় সারাদিন: সুরুচি সঙ্ঘে চাঁদের হাট, বাগবাজারে রীতি মেনে কুমারী পুজো

Continues below advertisement
উধাও অষ্টমীর চেনা ভিড়। কোথাও বিধি মেনে, কোথাও ভার্চুয়ালি অষ্টমীর অঞ্জলি। বেলুড় মঠ, বাগবাজার, ম্যাডক্স স্কোয়ার থেকে মুদিয়ালি ক্লাব। মাতৃ বন্দনায় প্যান্ডেলে-প্যান্ডেলে সন্ধ্যারতি। বাগবাজার সর্বজনীনে কুমারী পুজো। মালদহের গাজলে রামকৃষ্ণ সারদাপীঠের কুমারী পুজো দেখতে স্বাস্থ্য বিধি মেনেই ভিড়। কসবায় নিজের আবাসনে অঞ্জলি দিলেন সাংসদ মিমি চক্রবর্তী। সুরুচি সঙ্ঘে চাঁদের হাট। একসঙ্গে দেখা গেল সৃজিত-মিথিলা, নুসরৎ-নিখিল জৈনকে। রাজ্যবাসীকে অষ্টমীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram