১০টায় সারাদিন: সপ্তাহান্তে জাঁকিয়ে শীত, দেশে Corona আক্রান্ত এক কোটি ছুঁইছুঁই

Continues below advertisement
জল্পনার অবসান। মন্ত্রিত্বের পর এবার তৃণমূলের বিধায়ক পদ থেকে ইস্তফা Suvendu Adhikari-র। বিধানসভায় জমা দিলেন ইস্তফা পত্র। খতিয়ে দেখে সিদ্ধান্ত জানালেন স্পিকার। 'বিশ্বাসঘাতক শুভেন্দু', তোপ সৌগতর। BJP-তে এলে স্বাগত প্রতিক্রিয়া দিলীপের। বাকি দুষ্টু গরুরা চলে যাক। কটাক্ষ কল্যাণের। এবার বিস্ফোরক বর্ধমান পূর্বের তৃণমূল সাংসদ সুনীল মণ্ডল। PK-র ভূমিকা নিয়েও হলেন সরব। বিধায়ক পদ ছেড়েই সুনীলের বাড়িতে শুভেন্দু অধিকারী। ছিলেন জিতেন্দ্র তিওয়ারি ও কালনার বিধায়ক। আজও ঊর্ধ্বমুখী পারদ। শুক্রবার থেকে নামবে Temperature। শনি-রবি জাঁকিয়ে শীত। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। শুক্রবার থেকে ফের রাজ্যে ফিরবে শীতের আমেজ। দেশে একদিনে Corona আক্রান্ত ২৬,৩৮২। মোট সংক্রমিত ৯৯,৩২,৫৪৮। একদিনে মৃত্যু হয়েছে ৩৮৭ জনের। মৃত বেড়ে ১,৪৪,০৯৬। দেশে মোট Covid জয়ী ৯৪,৫৬,৪৪৯। করোনাতে এখনও পর্যন্ত বিশ্বে মৃত ১৬ লক্ষ পার। মোট আক্রান্ত ৭ কোটি ৩৩ লক্ষ ৬৫ হাজার। করোনাকে জয় করে সুস্থ হয়েছে ৪ কোটি ৭৫ লক্ষ মানুষ। গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৮ হাজারের বেশি।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram