১০টায় সারাদিন: সেনার বীরত্বকে কুর্নিশ করে দীপাবলি ট্যুইট প্রধানমন্ত্রীর, পাকিস্তানকে কড়া আক্রমণ রাহুলের
Continues below advertisement
দীপাবলির আগে দেশে যখন উৎসবের আবহ, তখন জম্মু-কাশ্মীর সীমান্তে বিনা প্ররোচনায় গুলি পাকিস্তানের। তাংধর, উরি, গুরেজ এবং কেরান সেক্টরে পাক বাহিনীর গুলি বর্ষণ। বিএসএফ-এর সাব-ইনস্পেক্টর-সহ চার নিরাপত্তারক্ষীর মৃত্যু। মৃত্যু হয়েছে ৬ নাগরিকের। আহত বেশ কয়েকজন। পাক হামলার কড়া জবাব দিয়েছে ভারতও। সেনার প্রত্যাঘাতে ধুলোয় মিশে গিয়েছে পাক বাঙ্কার। ভারতীয় গোলায় মৃত্যু একাধিক পাক সেনার। সেনার বীরত্বকে কুর্নিশ করে দীপাবলিতে ট্যুইট প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রীর ট্যুইট, 'আসুন দীপাবলিতে জওয়ানদের স্যালুট করে তাঁদের জন্য প্রদীপ জ্বালাই।' ভারতীয় সেনার পাশে দাঁড়িয়ে পাকিস্তানকে কড়া আক্রমণ করে ট্যুইট কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির। তিনি লেখেন, 'পাকিস্তান যখন সংঘর্ষবিরতি লঙ্ঘন করে, তখন তাদের ভয় ও দুর্বলতা প্রকাশ পেয়ে যায়।'
Continues below advertisement
Tags :
10Tay Saradin Deepabali ABP Live Tweet Jammu And Kashmir Abp Ananda PAKISTAN Rahul Gandhi Narendra Modi