১০ টায় সারাদিন: রবিবার থেকেই কমবে Temperature, মেঘ কাটলেই ৫ ডিগ্রি নামবে পারদ, ইঙ্গিত Weather Office-এর

খুন হচ্ছেন একাধিক BJP নেতা-কর্মী। অনেকেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন চাইছেন। মন্তব্য Dilip-র। হিম্মত থাকলে প্রয়োগ করে দেখান। পাল্টা আক্রমণে TMC-র। বাংলায় তাণ্ডব চালাচ্ছেন বহিরাগতরা। অবাঙালিকে দিয়ে বাংলাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা হচ্ছে। স্বাধীনতা সংরামে বাঙালির অবদানকে হাতিয়ার করে আক্রমণ তৃণমূলের। Prashant Kishore কোথাকার? আগে নিজের দল সামলান, Bratya Basu-কে পাল্টা আক্রমণ বিজেপি সভাপতি দিলীপ ঘোষের। সুজাপুর বিস্ফোরণ-কাণ্ডের তদন্তে STF। অশালীন ভাষায় ব্যক্তি আক্রমণ কাম্য নয়। ঘুরিয়ে Kalyan banerjee-কে নিশানা Subhendu-র। অব্যাহত শুভেন্দু-কল্যাণ তরজা। আগামী ২৩,২৪ ২৫ নভেম্বর বাঁকুড়ায় Chief Minister। সেই সভাকে নিশানা বিজেপি সাংসদ সুভাষ সরকারের। প্রয়াত Dakhineswar শ্রী সারদা মঠের সন্ন্যাসিনী প্রব্রাজিকা বেদান্তপ্রাণা। বয়স হয়েছিল ৭৭। রবিবার থেকেই কমবে Temperature। মেঘ কেটে গেলেই উত্তুরে হাওয়ায় ৫ ডিগ্রি নামতে পারে পারদ। জানালো Weather Office। তবে কালকেও আকাশ থাকবে হালকা মেঘলা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola