১০টায় সারাদিন: রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ২৬৭১, সংক্রমণের শীর্ষে কলকাতা
Continues below advertisement
কাশী-প্রয়াগরাজ সড়ক উদ্বোধনে Prime Minister। ৬০০ কোটি টাকা খরচ করে তৈরি হচ্ছে ৫৫ হাজার বর্গমিটারের এই করিডর।সেখান থেকে Kashi Temple-র গর্ভগৃহে প্রধানমন্ত্রী দিলেন পুজো। বিশ্বনাথ মন্দির থেকে অলকানন্দা ক্রুজে বিশ্বনাথ করিডর পরিদর্শন মোদির। সঙ্গে যোগী আদিত্যনাথ। গঙ্গার ঘাটে দেব-দীপাবলি পলান মোদির। জ্বলল ১১ লক্ষ প্রদীপ। শুভেন্দুর পর এবার Madan Mitra-র মুখে 'কপ্টার, লিফট'। কামারহাটির মানুষকে কেমন করে পেতে হবে, তা PK বলতে পারবে না। পিকে শুধু স্ট্র্যাটেজিস্ট। টিম প্রশান্ত কিশোরকে নিয়ে মন্তব্য মদন মিত্রের। এমন আইনজীবী যিনি রাজ্যপালের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া যায় না, তা জানেন না। ঘুরপথে কল্যাণকে খোঁচা দিলীপের। আমার অভিযোগ কি খণ্ডন করতে পেরেছেন? প্রশ্ন কল্যাণের। রাজ্যে একদিনে Corona আক্রান্ত ২৬৭১। মৃত্যু হয়েছে ৪৮ জনের। রাজ্যে মোট আক্রান্ত ৪ লক্ষ ৮৩ হাজার ৪৮৪। মৃতের সংখ্যা বেড়ে ৮৪২৪। Covid মুক্ত সাড়ে ৪ লক্ষ পার। উত্তর ২৪ পরগনায় একদিনে মৃত ১৫, কলকাতায় মৃত ১২। সংক্রমণের শীর্ষে কলকাতা। একদিনে আক্রান্ত ৭৩৬, উত্তর ২৪ পরগনায় আক্রান্ত ৬৭৪।
Continues below advertisement
Tags :
Kashi Temple 10Tay Saradin Mortality Rate ABP Live State North 24 Parganas Madan Mitra Prime Minister Abp Ananda Kolkata Covid-19