১০টায় সারাদিন: আরও ঊর্ধ্বমুখী Temperature, আগামীকাল থেকে পারদ পতনের সম্ভাবনা

Continues below advertisement
রাজ্য সরকারের সঙ্গে সম্পর্ক ত্যাগ Suvendu-র। ছাড়লেন পরিবহণ ও সেচ দফতর। পদত্যাগপত্র গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী। ইস্তফা পত্রের প্রাপ্তি স্বীকার রাজ্যপালের। ছাড়ছেন না বিধায়ক পদ। অনেক পদে থাকায়, ব্যক্তিগত আক্রমণে পদত্যাগ বলে খবর। ছাড়লেন সরকারি নিরাপত্তা। হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা শুভেন্দুর। মন্ত্রিত্ব থেকে শুভেন্দুর ইস্তফার পর সন্ধ্যায় Chief Minister-র ডাকে কালীঘাটে জরুরি বৈঠক। মুখ্যমন্ত্রীর হাতেই থাকছে শুভেন্দুর তিন দফতর। TMC ছাড়লেন আলিপুরসুয়ারের বিদায়ী পুরপ্রধান ও জেলা কমিটির সহ-সভাপতি। দলে স্বজনপোষণের অভিযোগ তুলে ইস্তফা। আলোচনার মাধ্যমে সমাধান প্রতিক্রিয়া জেলা তৃণমূলের। আরও ঊর্ধ্বমুখী পারদ। গতকালের তুলনায় Temperature বাড়ল দু'ডিগ্রি বেশি। তবে আগামীকাল থেকে ফের পারদ পতনের সম্ভাবনা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। Corona আবহে প্রথম আন্তর্জাতিক ওয়ান ডে'তে হার Virat ব্রিগেডের। অস্ট্রেলিয়ার কাছে হার ৬৬ রানের। জোড়া সেঞ্চুরি স্মিথ-ফিঞ্চের। ঝড়ো নব্বই রান করেও দলকে জেতাতে পারলেন না Hardik।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram