১০টায় সারাদিন: একুশের ভোটে নন্দীগ্রামে দাঁড়ালে হারবেন, শুভেন্দুকে চ্যালেঞ্জ অনুব্রতর
Continues below advertisement
হনুমান মন্দিরে পুজো দিয়ে রোড শো করলেন অমিত শাহ। ডাকবাংলো মোড় থেকে মিছিল গেল চৌরাস্তা মোড় পর্যন্ত। বাইরে থেকে লোক এনে রোড শো করেছে বিজেপি, কটাক্ষ অনুব্রতর। দিল্লি থেকে এসে কেউ বাংলার মুখ্যমন্ত্রী হবেন না, মুখ্যমন্ত্রী হবেন বাংলার ভূমিপুত্রই, বোলপুরে সাংবাদিক বৈঠকে অমিত শাহ। মমতাতেই ভরসা সাধারণ মানুষের, দাবি সুব্রত মুখোপাধ্যায়ের। অমিত শাহের সভার মধ্যেই বোলপুরে পাড়ায় পাড়ায় তৃণমূলের বঙ্গধ্বনী যাত্রা। একুশের ভোটে নন্দীগ্রামে দাঁড়ালে হারবেন, চ্যালেঞ্জ অনুব্রতর। গড়বেতায় ছেঁড়া হল শুভেন্দু অধিকারীর পোস্টার, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পোস্টার বিতর্কে ফের অমিত শাহের শান্তিনিকেতন সফরকে আক্রমণ তৃণমূলের, জোড়াসাঁকোয় বিক্ষোভ। একুশে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে ফের সংশয় প্রকাশ রাজ্যপালের। এবার টিম পিকের বিরুদ্ধে সরব কোচবিহার পুরসভার প্রশাসক। কৃষি আইন প্রত্যাহারের বিরুদ্ধে হুগলির একাধিক জায়গায় বামেদের বিক্ষোভ-অবরোধ। মহাজাতি সদনের পাশে ঝুপড়ি থেকে প্রৌঢ়ার রক্তাক্ত দেহ উদ্ধার। করোনা আক্রান্ত আবির চট্টোপাধ্যায়, রয়েছেন আইসোলেশনে।
Continues below advertisement
Tags :
10Tay Saradin Bengal Political News Saugata Roy ABP Ananda LIVE Anubrata Mondal Abp Ananda BJP TMC West Bengal Election 2021 Suvendu Adhikari Mamata Banerjee Amit Shah