১০ টায় সারাদিন: 'রাতে শীত, দিনে অস্বস্তি' পূর্বাভাস Alipur Weather Office-র
Continues below advertisement
শুভেন্দুকে নিয়ে জল্পনার মধ্যে বেসুরো রাজীব বন্দ্যোপাধ্যায়। কোথাও শূন্যতা নেই প্রতিক্রিয়া ফিরহাদের। দলের সঙ্গে সংঘাতের পথে হেঁটে, এবার কি শুভেন্দুর পথেই রাজীব? 'ক্ষোভ থাকলে দলে আলোচনা করা উচিত', রাজীবকে বার্তা সুব্রতর। ডিসেম্বরে শেষ হবে TMC, খোঁচা দিলীপের। বিধানসভা ভোটের আগে মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্রে শক্তি প্রদর্শন বিজেপির। ৮ তারিখ ভবানীপুরে কর্মসূচি জেপি নাড্ডার। পরের দিন গন্তব্য ডায়মন্ড হারবার। 'দেখে যান, তৃণমূলের জনপ্রিয়তা কতটা', খোঁচা পঞ্চায়েতমন্ত্রীর। রাতে শীত দিনে অস্বস্তি।আগামী কয়েকদিন এমন থাকবে আবহাওয়া। জেলায় থাকবে শীতের আমেজ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে উত্তর প্রদেশ, বিহার সংলগ্ন এলাকায় তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী দুই থেকে তিন দিন দুই বঙ্গে কুয়াশার সম্ভাবনা। সিডনিতে দ্বিতীয় T-20 -তে ফের মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। প্রথম টি-২০ জয়ের পর কাল অ্যাডভান্টেজ টিম ইন্ডিয়া।
Continues below advertisement
Tags :
10Tay Saradin Alipur Weather Office Rajib Banerjee ABP Live Winter Abp Ananda TMC Dilip Ghosh