Parliament Session: শুরু হল অষ্টাদশ লোকসভা অধিবেশন, শপথ নিলেন রাজনাথ সিংহ-অমিত শাহ | ABP Ananda LIVE
অষ্টাদশ লোকসভার অধিবেশনের প্রথমদিনই ঝড়ের পূর্বাভাস। রেল দুর্ঘটনা থেকে প্রশ্নফাঁস, মোদি সরকারকে চেপে ধরবেন বিরোধীরা। এককাট্টা হয়ে মোদি সরকারকে আক্রমণের ছক ইন্ডিয়া জোটের। গণতন্ত্র রক্ষার দাবিতে সংসদ চত্বরে একজোট হয়ে বিক্ষোভে ইন্ডিয়া জোট।
আজ থেকে শুরু হল অষ্টাদশ লোকসভার অধিবেশন। শপথ গ্রহণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ অন্যান্য সাংসদরা। শপথ নিলেন রাজনাথ সিংহ ও অমিত শাহ।
'২৫ জুন দেশের গণতন্ত্রে যে কালো দাগ লেগেছিল, কাল তার ৫০ বছর পূর্তি। আমরা সংবিধানকে রক্ষা করে সংকল্প করছি, আর কেউ গণতন্ত্রকে হত্যার সাহস পাবে না', জরুরি অবস্থার প্রসঙ্গ টেনে নাম না করে কংগ্রেসকে আক্রমণ মোদির। 'আমাদের দায়িত্ব ভারতের সংবিধান রক্ষা করা। অভিন্ন দেওয়ানী বিধি চালু হয়েছে। দেশের ধর্মনিরপেক্ষতা বজায় থাকবে কিনা আমরা জানি না। তাই সরকারকে সংবিধান রক্ষার ব্যাপারে দিশা দেখানোর জন্যই আমাদের এই প্রতিবাদ কর্মসূচি', দাবি তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের।