Ram Mandir Inauguration: রাম মন্দির উদ্বোধনের দিন জ্বালানো হবে ৩০০ ফুটের প্রদীপ। ABP Ananda Live

Continues below advertisement

Ram Mandir Opening: অযোধ্য়ায় (Ayodhya) রাম মন্দির উদ্বোধনের Ram Mandir Inauguration) কাউন্টডাউন শুরু। রামলালার প্রাণ প্রতিষ্ঠার আগে শাস্ত্রীয় আচার মেনে চলছে বিশেষ পুজো। আজ হবে অগ্নি উপাসনা, ২১ বৈদিক বিধিতে হবে পুজো। ইতিমধ্য়েই গর্ভগৃহে রামলালার বিগ্রহ স্থাপন হয়েছে, চলছে রামায়ণ পাঠ। উদ্বোধনকে কেন্দ্র করে নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা অযোধ্য়াকে। কাল পর্যন্ত রাম মন্দির সাধারণের জন্য় খোলা থাকবে। তারপর উদ্বোধনের জন্য় বন্ধ হয়ে যাবে মন্দির। ২২ তারিখ উদ্বোধনের পর ফের মন্দির খুলে দেওয়া হবেরাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা (Ram Mandir Pran Pratishtha) অনুষ্ঠানে যোগ দিতে মুম্বই (Mumbai) থেকে এসেছে এক ঝাঁক তরুণ-তরুণী। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চান তাঁরা। তাঁদের সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ। ABP Ananda Live

 

 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram