পরিযায়ীদের ভিড়ে মিশে উত্তরপাড়ায় ব্যাঙ্ক ডাকাতির ছক! দাবি পুলিশের
পরিযায়ীদের ভিড়ে মিশে ৫৯০ কিমি সাইকেল চালিয়ে ফিরে এসেছিল নিজের জেলায়। তারপর ছক কষে ব্যাঙ্ক ডাকাতি। ২৪ ঘণ্টার মধ্যে হুগলির উত্তরপাড়ায় ব্যাঙ্ক ডাকাতির কিনারা করে এমনটাই দাবি পুলিশের। গ্রেফতার প্রীতম ঘোষ-সহ মোট ৪ জন।