মুম্বইয়ের ধারাভিতে করোনা আক্রান্তের মৃত্যু, দেশে আক্রান্ত বেড়ে ১৮৩৪
Continues below advertisement
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৮৩৪, মৃত ৪১। গত ২৪ ঘন্টায় এশিয়ার বৃহত্তম বস্তি মুম্বইয়ের ধারাভিতে প্রথম করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছিল। বুধবার মৃত্যু হয়েছে বছর ৫৬-র ওই প্রৌঢ়ের। মুম্বইয়ের সিওন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানেই মৃত্যু হয়েছে তাঁর। পরিবারের ৭জন সদ্যসকে পাঠানো হয়েছে হোম কোয়ারেন্টিনে। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্তের সংখ্যা ৪৩৭, যদিও সুস্থ হয়ে উঠেছেন ১৪৪ জন। রাজস্থানে আরও ৯জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে। এদিকে দিল্লির নিজামুদ্দিন ধর্মীয় সমাবেশে সংক্রমণ ছড়িয়েছে বলে আশঙ্কা। এই সমাবেশে যোগ দেওয়ায় উত্তর প্রদেশে মোরাদাবাদে ১৩জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এরা অসমের বাসিন্দা বলে দাবি পুলিশের।
Continues below advertisement
Tags :
Mumbai Slum COVID-19 In Asia's Largest Slum Largest Slum Of Asia COVID-19 In Dharavi Dharavi Covid -19 Death Coronavirus Death Abp Ananda Maharashtra Coronavirus Covid-19