5G: ‘ফাইভ জি দেশবাসীর জন্য উপহার’, পরিষেবার সূচনা করে জানালেন মোদি
ষষ্ঠীতেই দেশে ফাইভ জি পরিষেবার সূচনা। প্রথম দফায় দেশের ১৩টি শহরে পরিষেবা মিলবে। এদিন মোদি বলেন, ‘আজ একবিংশ শতকে ভারতের ক্ষমতা প্রদর্শনের দিন। একবিংশ শতকের সবথেকে বড় শক্তিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার দিন। ফাইভ জি নতুন যুগের সূচনা করবে। ফাইভ জি প্রযুক্তির বিকাশে বড় ভূমিকা পালন করবে। ভবিষ্যতের ওয়্যারলেস টেকনোলজি তৈরিতে নতুন দিশা দেখাবে ভারত। ইন্টারনেট পরিষেবার খোলনোলচে বদলে দেবে ফাইভ জি। ভারতের যুবসমাজের কাছে ফাইভ জি পরিষেবা নতুন দিগন্ত খুলে দেবে’।
Tags :
Service Bangla News Bangla News Live 5G Technology Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News Video Download Telecom