Rajya Sabha : ভোটের আগেই বিনা লড়াইয়ে রাজ্যসভার ৭ প্রার্থী জয়ী

ভোটের আগেই বিনা লড়াইয়ে রাজ্যসভার ৭ প্রার্থী জয়ী। বিনা লড়াইয়ে তৃণমূলের ৬ এবং বিজেপির ১ জন প্রার্থী জয়ী। রাজ্যসভায় বিজেপির সাংসদ পদে জয়ী কোচবিহারের অনন্ত মহারাজ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের রাজ্যসভায় তৃণমূলের ডেরেক ও'ব্রায়েন , সুখেন্দুশেখর রায় এবং দোলা সেন। সাংসদ পদে জয়ী সাকেত গোখলে, সামিরুল ইসলাম, প্রকাশ চিক বরাইক।
তৃণমূলের জয়ী ৬জনের মধ্যে একজন জিতলেন উপনির্বাচনে। ৭টি খালি আসনে ২জন প্রার্থী দিয়েও বিজেপির একজনের মনোনয়ন প্রত্যাহার। রাজ্যসভায় প্রার্থী হয়েও বিজেপির রথীন বসুর মনোনয়ন প্রত্যাহার। ২৪ জুলাই রাজ্যসভায় ভোট, তার আগেই বাংলা থেকে ৭জন জয়ী।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola