7 tay Bangla (Seg 2): দোকানে চুরির ঘটনাকে কেন্দ্র করে পাঁশকুড়ার চকগোপাল গ্রামে ধুন্ধুমার। Bangla News

Continues below advertisement

দোকানে চুরির ঘটনাকে কেন্দ্র করে পাঁশকুড়ার চকগোপাল গ্রামে ধুন্ধুমার। সংঘর্ষে আহত উভয়পক্ষের বেশ কয়েকজন। গন্ডগোলের ভিডিও ভাইরাল। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে চকগোপাল গ্রামে মন্দিরের সামনে একটি দোকানে চুরির ঘটনা ঘটে। তা নিয়ে কথা বলতে যাওয়ায় মন্দির কমিটির সদস্যদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে গ্রামবাসীদের একাংশ। বেধে যায় সংঘর্ষ। দু’ পক্ষই বাঁশ, লাঠি নিয়ে একে অন্যের ওপর ঝাঁপিয়ে পড়ে বলে অভিযোগ। তবে এই ঘটনায় থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি। ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।

ক্রমশ ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ। কিন্তু তা সত্ত্বেও ফিরছে না হুঁশ। দক্ষিণ ২৪ পরগনার, ভাঙর এবং ক্যানিংয়ে দেখা গেল একাধিক বাজারে অসচেতনতার ছবি। অনেকেরই মুখে নেই মাস্ক। বাজারে শিকেয় দুরত্ববিধি।

ডুয়ার্সের পর্যটনকেন্দ্রগুলি খোলার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রীকেল চিঠি দিল পর্যটন ব্যবসায়ী সংগঠন। করোনা আবহে পর্যটন ব্যবসায় মন্দা। এবারও ভরা মরশুমে পর্যটনকেন্দ্র বন্ধ থাকায় রুজি রোজগারে টান পড়ছে। দাবি পর্যটন ব্যবসায়ীদের। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram