Education Fraud: পাসপোর্ট-ভিসা থেকে লক্ষ লক্ষ টাকার ফি, কানাডায় গিয়ে দেখলেন ভর্তির চিঠিই ভুয়ো! বিপাকে ৭০০ পড়ুয়া
Continues below advertisement
অনেক স্বপ্ন নিয়ে বিদেশে পড়াশোনা করতে গিয়েছেন। কিন্তু কানাডায় (Canada) গিয়ে বিপাকে পড়েছেন বহু ভারতীয় পড়ুয়া। কারণ, সেখানকার প্রশাসন জানিয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির যে অফার লেটার তাঁরা নিয়ে গিয়েছেন, তা ভুয়ো। ভারতের উচিত, জলন্ধরের প্রতারক এজেন্টকে কানাডার হাতে তুলে দেওয়া। মত অভিবাসন আইন বিশেষজ্ঞ সুমিত সেনের (Education Fraud)।
Continues below advertisement