৭টায় বাংলা (১): আর জি করে ৫ দিন ধরে মর্গে পড়ে দেহ, সুভাষগ্রামে বাবা-মেয়ের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার
Continues below advertisement
উত্তরপাড়ায় দুপুর থেকে বাড়িতেই পড়ে করোনা আক্রান্তের মৃতদেহ। প্রশাসনের কাছে সাহায্য চেয়েও না পাওয়ার অভিযোগ। মৃত্যু নিয়ে ধোঁয়াশা, করোনা রিপোর্ট না আসায় ৫ দিন মর্গে পড়ে দেহ! আর জি করের বিরুদ্ধে অভিযোগ পরিবারের। সোনারপুর থানার সুভাষগ্রামে একটি বাড়ি থেকে বাবা ও মেয়ের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার। দুজনকেই ধারাল অস্ত্র দিয়ে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান। দুজনের শরীরেই একাধিক আঘাতের চিহ্ন মিলেছে বলে পুলিশ সূত্রে খবর। মনুয়াকাণ্ডের ছায়া পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে। প্রেমিকের সঙ্গে ছক কষে স্বামীকে খুন করে দেহ লোপাটের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে।
Continues below advertisement
Tags :
Manua Murder Case Wife Murders Husband Nandakumar Murder Subhasgram Murder R G KAR HOSPITAL Uttarpara Coronavirus Death South 24 Pargana ABP Live Body Recovered Viral Video Abp Ananda Murder West Midnapore