Mamata-Nitish: ২৪-এর আগে বিরোধী জোট গঠনে নয়া মোড়, ১২ জুন পাটনায় বিরোধীদের প্রথম সম্মিলিত বৈঠক
Mamata-Nitish: ২৪-এর আগে বিরোধী জোট গঠনে নয়া মোড়। পাটনায় ১২ জুন হতে চলেছে বিরোধীদের প্রথম সম্মিলিত বৈঠক। বৈঠকে তৃণমূলের সঙ্গে থাকছে কংগ্রেস। হাজির থাকবে আরজেডি, জেডিইউ, ডিএমকে, এনসিপি সহ অধিকাংশ বিরোধী দল। পাটনায় বৈঠক ডাকতে নীতীশ-তেজস্বীকে আগেই অনুরোধ জানিয়েছিলেন মমতা। সেই অনুরোধ মেনেই বৈঠক ডাকলেন নীতীশ