Modi 3.0 cabinet 2024 update:২৪ জুন সংসদে বসতে পারে বিশেষ অধিবেশন, ২৬ জুন হতে পারে স্পিকার নির্বাচন

Continues below advertisement

ABP Ananda LIVE: ২৪ ও ২৫ জুন শপথ নিতে পারেন নতুন সাংসদরা । ২৪ জুন সংসদে বসতে পারে বিশেষ অধিবেশন । ২৬ জুন হতে পারে স্পিকার নির্বাচন

বাংলা থেকে কাউকে ক্য়াবিনেট মন্ত্রী করলেন না নরেন্দ্র মোদি ( Narendra Modi ) । উল্টে গতবার বাংলা থেকে ৪ জন প্রতিমন্ত্রী ছিলেন, এবার সংখ্য়াটা কমিয়ে করা হল ২। কিন্তু প্রথমবার মন্ত্রী হয়েই জোড়া দায়িত্ব পেলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ( Sukanta Majumdar )। একসঙ্গে পেলেন শিক্ষা ও উত্তর পূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রীর দায়িত্ব। মঙ্গলবার কাজ বুঝে নিলেন সুকান্ত মজুমদার। আর দফতরের কাজ শুরু করার আগে   নিলেন অগ্রজপ্রতিম দিলীপ ঘোষের আশীর্বাদ। 

২০১৯ এ বাংলায় দিলীপের নেতৃত্বে বিজেপি পেয়েছিল ১৮ টি আসন। আর ২০২৪ এ বিজেপি পেল ১২ টি আসন, যখন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বঙ্গে হেভিওয়েট বিজেপি প্রার্থীদের হার হল, যার মধ্যে রয়েছেন দিলীপ ঘোষও। এই ফল প্রকাশে আসার পরই দলের অভ্যন্তরে ও বাইরে দলের অতীত ও বর্তমান কর্মকর্তাদের নিয়ে তুল্যমূল্য বিচার হয়েছে। ফল বেরনোর পর দিলীপ ঘোষের গলাতেও ঝরে পড়ে উষ্মা। সরাসরি কারও নাম না করেই, দল কেন তাঁকে বর্ধমান-দুর্গাপুরে প্রার্থী করল, তা নিয়ে প্রশ্ন তোলেন দিলীপ। এই আবহেই মঙ্গলবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দায়িত্ব নেওয়ার আগে দিলীপ ঘোষকে প্রণাম করে আশীর্বাদ নেন সুকান্ত মজুমদার। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram